আদালতে অব্যাহতি সলমনের, হাসিঠাট্টায় মাতলেন নেটিজেনরা
ABP Ananda, web desk | 18 Jan 2017 03:16 PM (IST)
কলকাতা: ১৮ বছর আগের কৃষ্ণসার হরিণ হত্যা সংক্রান্ত অস্ত্র আইন মামলায় আজ যোধপুর আদালত বলিউড অভিনেতা সলমন খানকে বেকসুর খালাস দিয়েছে। এই রায়ের পর সোশ্যাল মিডিয়ায় হাস্যপরিহাসে মেতেছেন নেটিজেনরা। তাঁদের বিভিন্ন ব্যঙ্গবিদ্রুপপূর্ণ ট্যুইট দেখে হাসি সামলানো ভার হবে। কেউ কেউ লিখেছেন, বুলেটের সামনে বিরল প্রজাতির হরিণ চলে এসেছিল। তাই সলমন রেহাই পেলেন। আবার কেউ লিখেছেন, কৃষ্ণসার হরিণই আত্মহত্যা করেছিল। আর বন্দুকটাও হরিণেরই ছিল। একজন লিখেছেন, সেই রাতে ওই কৃষ্ণসারই সলমনের গাড়ি চালাচ্ছিল। দেখে নিন সেই মজাদার কয়েকটি ট্যুইট-