মুম্বই: সলমন খানকে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলল বিজেপি। ‘সুলতান’-এর শ্যুটিং-এ হাড়ভাঙা খাটুনির জন্য নিজের অবস্থাকে ধর্ষিতার মহিলার সঙ্গে তুলনা করে সোস্যাল মিডিয়ায় ধিক্কার শুনতে হচ্ছে সুপারস্টারকে। এমনকী তাঁর বাবা সেলিম খান ইতিমধ্যেই ছেলের হয়ে ক্ষমা চেয়ে বলেছেন, কথাটা বলা উচিত হয়নি ওর।
বিজেপি মুখপাত্র সাইনা এনসি বলেছেন, হতে পারে মুখ ফসকে কথাটা বলে ফেলেছেন। কিন্তু এর পিছনে কোনও যুক্তিই নেই। যে সাফাই-ই দেওয়া হোক না কেন, সলমনের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত।
সলমন ‘সুলতান’-এর কঠিন শ্যুটিং শিডিউল সম্পর্কে বলেছেন, নিজেকে ধর্ষিতার মহিলার মতো মনে হত। সোজা হয়ে দাঁড়াতে পারতাম না! বিজেপি মুখপাত্রের অভিমত, তুলনাটাই ভুল। তিনি বলেছেন, এটা সলমনের বিপুল সংখ্যক অনুরাগী থাকার ব্যাপার নয়, একজন আত্মমর্যাদাসম্পন্ন মানুষের মেয়েদের সম্মান, মর্যাদা দেওয়ার।
সলমন ক্ষমা চান, দাবি বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jun 2016 11:06 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -