ধূমপান ছেড়ে দেবেন, কফি খাওয়া কমাবেন বলেছেন সলমন, দাবি আশারাম বাপুর
Web Desk, ABP Ananda | 07 Apr 2018 05:50 PM (IST)
নয়াদিল্লি: সলমন খান বলেছেন, তিনি এবার ধূমপান ছেড়ে দেবেন এবং কফি খাওয়া কমিয়ে দেবেন। এমনই দাবি করলেন যোধপুর সেন্ট্রাল জেলে সলমনের ওয়ার্ডেই বন্দি থাকা স্ব-ঘোষিত ধর্মগুরু আশারাম বাপু। ধর্ষণ মামলায় জেলবন্দি আশারামকে আজ যোধপুর আদালতে শুনানির জন্য আনা হয়। সেখানেই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই দাবি করেন। কৃষ্ণসার হত্যা মামলায় সলমন আজ মুক্তি পেয়েছেন। বিচারক রবীন্দ্রকুমার জোশী এক মাস সলমনের পাঁচ বছরের কারাদণ্ডের রায় স্থগিত রাখার আর্জি মঞ্জুর করেছেন। এক নাবালিকাকে ৯ বছরেরও বেশি সময় ধরে যৌন নির্যাতনের অভিযোগে আশারামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়দান এ মাসের ২৫ তারিখ।