ফের গরহাজির, ফের সমন সলমনকে
web desk, ABP Ananda | 07 Jul 2016 04:25 PM (IST)
মুম্বই: জাতীয় মহিলা কমিশনের মতো রাজ্য মহিলা কমিশনের সমনকেও এড়িয়ে গেলেন সলমন খান। অবস্থান বদলে ফের সমন জারি। হাজিরা দেওয়ার জন্য বলিউড অভিনেতাকে আর সময় দেওয়া হবে না বলে বুধবারই স্পষ্ট করে দিয়েছিল মহারাষ্ট্র মহিলা কমিশন। দ্বিতীয় সমন অনুযায়ী হাজিরার দিন ছিল বৃহস্পতিবার। কিন্তু এদিন কমিশনে হাজির হননি সলমন। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর জানিয়েছেন, চিঠি পাঠিয়ে সলমন খান জানিয়েছেন, যেহেতু জাতীয় মহিলা কমিশন তলব করেছে তাই তিনি রাজ্য মহিলা কমিশনে হাজির হচ্ছেন না। এই চিঠিতে আমরা সন্তুষ্ট নই। আগামী ১৪ জুলাই হাজির হওয়ার জন্য তৃতীয় সমন জারি করা হয়েছে। সম্প্রতি ‘সুলতান’ ছবির শুটিংয়ের অমানুষিক পরিশ্রমের কথা বোঝাতে গিয়ে এক সাক্ষাৎকারে সলমন নিজেকে ধর্ষিত মহিলার সঙ্গে তুলনা করেন। দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। অভিনেতাকে তলব করে জাতীয় ও রাজ্য মহিলা কমিশন। কিন্তু কোনও কমিশনেই হাজির হননি সলমন। জাতীয় মহিলা কমিশনে চিঠি পাঠালেও, কমিশন সূত্রে খবর, তাতে ক্ষমা চাওয়া দূরের কথা, দুঃখপ্রকাশও করেননি বলিউড অভিনেতা। এবার রাজ্য মহিলা কমিশনে চিঠি পাঠিয়ে হাজিরা এড়ালেন সলমন খান।