মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইলেন না সলমন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jun 2016 11:26 AM (IST)
নয়াদিল্লি: বিতর্কিত মন্তব্যের জন্য মহিলা কমিশনের নোটিসের জবাব দিলেন বলিউড নায়ক সলমন খান। তাঁর আইনজীবী ই-মেল করে জবাব দিয়েছেন। তবে এই মন্তব্যের জন্য ক্ষমা চাননি ‘সুলতান’-এর নায়ক। মহিলা কমিশনের চেয়ারপার্সন ললিতা কুমারমঙ্গলম বলেছেন, তাঁরা সলমনের জবাবের বিষয়ে বিস্তারিত তথ্য দেবেন না। শুধু এটুকুই বলতে চান, সলমন ক্ষমা চাননি। তাঁর জবাব খতিয়ে দেখে আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ স্থির করবে কমিশন। সলমনকে সরাসরি নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তিনি যেহেতু নিজে জবাব না দিয়ে আইনজীবীর মাধ্যমে জবাব পাঠিয়েছেন, তাই কমিশনকে সব আইনি দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে। এর আগে মহিলা কমিশনের প্রধান বলেছিলেন, সলমনের জবাবে সন্তুষ্ট না হলে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হতে পারে। তাঁর মন্তব্যের নিন্দা করেছিল কমিশন। এবার নোটিসের জবাব পাওয়ার পর কী পদক্ষেপ নেওয়া হবে সেটাই দেখার।