মুম্বই: ধর্ষণ-মন্তব্য সংক্রান্ত বিতর্কে ফের মহারাষ্ট্র মহিলা কমিশনে ব্যক্তিগত হাজিরা এড়ালেন বলিউড অভিনেতা সলমন খান। এই নিয়ে তৃতীয়বার তিনি কমিশনে হাজিরা দিলেন না। এর পরিবর্তে সমনের জবাবে একটি চিঠি পাঠিয়েছেন সলমন। চিঠির বিষয়বস্তু এখনও জানা যায়নি।
উল্লেখ্য, মহিলা কমিশন আজ সলমনকে হাজিরা দিতে বলেছিল। কমিশন জানিয়েছে, অভিনেতার জবাব খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর বলেছেন, সলমনের চিঠি তাঁরা পেয়েছেন। চিঠির বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। চিঠিটি কমিশনের আইনি বিভাগে পাঠানো হয়েছে। এরপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
একেক দিন 'সুলতান' শ্যুটিংয়ের পর নিজেকে 'ধর্ষিতা মহিলা'র মতো মনে হত বলে মন্তব্য করেছিলেন সলমন। এই মন্তব্যের পর দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। সলমনের মন্তব্যের সমালোচনা করেন আমির খানও।
সলমনের কাছে তাঁর মন্তব্যের ব্যাখ্যা চায় মহারাষ্ট্র মহিলা কমিশন। এর আগেও তাঁকে দুবার হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। সেজন্য আজ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল।
প্রথমবার সমনের জবাবে অভিনেতার আইনজীবী চিঠি পাঠিয়ে বলেছিলেন, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনে শুনানি হয়েছে। একই বিষয়ে দুটি জায়গায় একইসঙ্গে শুনানি চলতে পারে না।
পরে ৮ জুলাই জাতীয় মহিলা কমিশনের সমনও উপেক্ষা করে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।
'ধর্ষণ-মন্তব্য': ফের মহারাষ্ট্র মহিলা কমিশনে হাজিরা এড়ালেন সলমন, পাঠালেন চিঠি
ABP Ananda, web desk
Updated at:
14 Jul 2016 09:39 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -