নাসিক:  আমার গাছের আম খেলে মহিলারা গর্ভে ছেলে ধারণ করেন। দিন কয়েক আগে এমন মন্তব্য করে সমালোচনার ঝড় তোলেন হিন্দুত্ববাদী নেতা সামভাজি ভিদে। এবার সেই মন্তব্যের জেরে আইনি জটিলতায় ফাঁসলেন ওই নেতা। নাসিক পুরসভার তরফে তাঁকে আদালতে টেনে নিয়ে যাওয়া হল। পুরসভার উপদেষ্টা কমিটির সদস্যরা ভিদের এহেন মন্তব্যের জেরে পিসিপিএনডিটি অ্যাক্ট বা প্রি-কন্সেপশন এবং প্রি ন্যাটাল ডায়গোনস্টিক টেকনিকেরই লঙ্ঘন করেছেন।

 

গতমাসেই তিনি বলেন, আম একটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। তাঁর বাগানের আম খেয়ে বহু নারীর গর্ভে এসেছে পুত্রসন্তান। কিন্তু আরএসএস-এর প্রাক্তন এই কর্মীর এধরনের মন্তব্য সমাজের বিভিন্ন স্তর থেকে সমালোচনা কুড়িয়েছে। এরপরই নাসিক পুরসভার অন্তর্গত ওই উপদেষ্টা কমিটির সদস্যরা একটি রিপোর্ট জমা দেন। সেই রিপোর্টের ভিত্তিতেই আদালতে ভিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।