নয়াদিল্লি: স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজে সংযোজন আরও দুটি স্মার্টফোন। বাজারে এল গ্যালাক্সি J2 Ace এবং গ্যালাক্সি J1 4G। এই দুটি ফোনের দাম যথাক্রমে ৮,৪৯০ এবং ৬,৮৯০ টাকা।
দুটি ফোনেই রয়েছে আল্ট্রা ডেটা সেভিং মোড (ইউডিএস) এবং এস বাইক মোড। এছাড়াও রয়েছে এস পাওয়ার প্ল্যানিং-এর মতো ফিচার।
J2 Ace-তে রয়েছে টার্বো স্পিড টেকনিক ছাড়াও সুরক্ষিত ওয়েব ব্রাউজিংয়ের জন্য এস সিক্যিয়োর ফিচার। এতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।
গ্যালাক্সি J2 Ace-তে রয়েছে ৫ ইঞ্চি স্ক্রিন, রেজোলিউশন 960×540 পিক্সেল। এছাড়াও রয়েছে 1.4GHz কোয়াডকোর প্রোসেসর ও ১জিবি র্যাম। ইন্টারন্যাল মেমোরি ৮ জিবি, যা এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ও সেলফি ফ্ল্যাশ সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।2,600mAh ব্যাটারি যুক্ত এই ফোনে 4G LTE, VoLTE,ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস-এর মতো অপশন। এতে রয়েছে অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো।
গ্যালাক্সি J1 4G-তে রয়েছে WVGA সুপার অ্যামোলেড ডিসপ্লে কোয়ালিটির ৪.৫ ইঞ্চি স্ক্রিন। 1.3 GHz কোয়াডকোর প্রোসেসরের সঙ্গে রয়েছে ১ জিবি র্যাম। রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি 2,050 mAh।
স্যামসাং নিয়ে এল গ্যালাক্সি J1 4G, ও J2 Ace স্মার্টফোন
ABP Ananda, web desk
Updated at:
15 Jan 2017 12:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -