নয়াদিল্লি: স্যামসাঙ-এ ‘মেক ফর ইন্ডিয়া’ সেলিব্রেশন। মাত্র ১ টাকায় আপনি পেয়ে যেতে পারেন গ্যালাক্সি এস ৬ এবং গ্যালাক্সি নোট ৫। বাকি টাকা ইএমআই-এর মাধ্যমে শোধ করতে হবে। অফারটি সীমিত সময়ের জন্য। ২৯ এপ্রিল থেকে ১৫ মে।

‘মেক ফর ইন্ডিয়া’ স্কিমে গ্যালাক্সি এস৬-এর দাম ৩৩,৯০০ টাকা এবং গ্যালাক্সি নোট ৫(সিঙ্গেল সিম)-এর দাম ৪২,৫০০ টাকা। কিন্তু এক্ষেত্রে একটা শর্ত রয়েছে। তাঁরাই এই অফারটি পাবেন, যাঁরা বাজাজ ফিনসার্ভ বা ক্যাপিটাল ফার্স্টের মাধ্যমে পেমেন্ট করবেন।

১০ টি ইনস্টলমেন্টে বাকি টাকা শোধ করে দিতে হবে। এছাড়া সমস্ত ক্রেডিট ও ডেবিট কার্ডে পাওয়া যাবে ১০ শতাংশ ক্যাশব্যাকের সুবিধা।
এছাড়াও ডিসকাউন্ট পাওয়া যাবে গ্যালাক্সি গ্র্যান্ডপ্রাইম ৪জি, এ৭ এবং এ৫-এ। এগুলির দাম যথাক্রমে ৮২৫০, ২৯৯০০ এবং ২৪৯০০ টাকা। বিশেষ অফার রয়েছে মাইক্রোওয়েভ, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এবং ইউএইচডি টিভিতেও।