সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদের আবহেই খুশবন্ত সিংহকে উদ্ধৃত করে সৌরভ-কন্যার পোস্ট ঘিরে উত্তাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। সৌরভ বলেছিলেন, “ওকে জড়াবেন না। এই পোস্টটা সত্যি নয়। রাজনীতির কিছু জানার ব্যাপারে ও খুবই ছোট।” পরে সানার পোস্টটি সরিয়ে ফেলা হয়। তবে মেয়েকে স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়ায় সমালোচিত হন সৌরভ।
নাগমা শনিবার টুইট করেন, “সানা একজন প্রাপ্তবয়স্ক নাগরিক। ওর ভোট দেওয়ার অধিকার যেমন আছে, তেমনই স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকারও আছে। সৌরভ যেন সানাকে বাধা দিও না। বরং রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতাকে বাবা হিসেবে উৎসাহিত করো।”
প্রসঙ্গত, একসময় অভিনেত্রী নাগমার সঙ্গে সৌরভের সম্পর্ক নিয়ে প্রচুর জল্পনা চলেছে। তাই নাগমার টুইট গোটা ঘটনায় আলাদা তাৎপর্য যোগ করেছে।