উত্তরপ্রদেশে পিস্তল নিয়ে বুথে ঢুকতে গিয়ে আটক বিজেপি বিধায়ক সঙ্গীতের ভাই
Web Desk, ABP Ananda | 11 Feb 2017 02:34 PM (IST)
ফাইল ছবি
মিরাট: বিতর্কিত বলে পরিচিত বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের ভাই গঙ্গন সোম বুথে পিস্তল নিয়ে ঢুকতে গিয়ে আটক। শনিবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলাকালে মিরাটের সারধানা বিধানসভা কেন্দ্রের এক বুথে সকাল ৯টা নাগাদ পৌঁছলে নিরাপত্তাকর্মীরা ভিতরে ঢোকার মুখে তাঁর শরীর তল্লাসি করেন। ধরা পড়ে তাঁর কাছে পিস্তল আছে। তখনই তাঁকে আটক করে পুলিশ। নির্বাচনকর্মীরা জানান, ভোট বিধি অনুযায়ী কারও কাছে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র থাকলে তা পুলিশের কাছে জমা রাখতে হয়। একমাত্র বিশেষ কিছু ক্ষেত্রেই অস্ত্র সহ বুথে ঢোকা যায়। কিন্তু এ ক্ষেত্রে গঙ্গন তা করেননি। সঙ্গীত সোম প্রসঙ্গত, সারধানারই বর্তমান বিজেপি বিধায়ক সঙ্গীত। ২০১৩ সালের মুজফফরনগর দাঙ্গার সময় উসকানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রচারের আলোয় আসেন তিনি।