গোটা ভারত জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই মুহূর্তে করোনা প্রতিরোধে সোশ্যাল ডিসটেন্সিং ছাড়া অন্য কোনও উপায় নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কেবল ভারত নয়, লকডাউন জারি হয়েছে গোটা বিশ্বের একাধিক দেশে। কার্যত স্তব্ধ হয়ে রয়েছে প্রায় গোটা বিশ্বের জনজীবন। সাধারণ মানুষের জীবনের মত কোভিডের প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রেও। স্থগিত হয়ে গিয়েছে এই বছরের আইপিএল। করোনার প্রভাব থেকে বাদ যায়নি টেনিস দুনিয়াও। বন্ধ হয়ে গিয়েছে এবছরের উইম্বলডন।
কেবল সাধারণ মানুষ নয়, ঘরবন্দি হয়ে রয়েছেন তারকারাও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তাঁদের বিভিন্ন পোস্ট। কেউ ঘরের কাজ করছেন আবার কেউ রান্না করছেন। অনেকেই তাঁদের প্রোফাইল ভরিয়ে ফেলছেন বিভিন্ন খাবারের রেসিপি আর ছবি দিয়ে। কম যাচ্ছেন না সাধারণ মানুষও। এবার খাবারের ছবি পোস্ট করার বিরুদ্ধে মুখ খুললেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের ঘরণী।
আজ একটি ট্যুইটে সানিয়া লেখেন, 'আপনাদের কি এখনও খাবারের ছবি আর ভিডিও পোস্ট করা শেষ হয়নি? একবার ভাবুন, বিশ্বে, বিশেষত আমাদের গোলার্ধে হাজার থেকে লাখ লাখ মানুষ পর্যাপ্ত খাবারটুকুও পাচ্ছেন না। বহু মানুষ অনাহারে মারা যাচ্ছেন আবার কেউ কেউ দিনে মাত্র একবার খাবারের জোগাড় করতে পারলে নিজেদের ধন্য বলে মনে করছেন।'
করোনার প্রভাবে সমস্ত জায়গায় বন্ধ কাজ। প্রশ্নের মুখে পড়েছে হাজার হাজার দিন আনা দিন খাওয়া মানুষের রুজি রুটি। পরিযায়ী শ্রমিকদের কাজ বন্ধ হয়ে পড়েছে। যানবাহনের অভাবে মাইলের পর মাইল হেঁটে ফিরছেন তাঁরা। অমানুষিক কষ্ট আর খাদ্য ও জলের অভাবে পথেই মারা যাচ্ছেন অনেকে। সরকারের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা করা হলেও লাঘব করা যাচ্ছে না শ্রমিকদের কষ্ট।
তবে সানিয়াই প্রথম না, এর আগে খাবারের ছবি পোস্ট করা নিয়ে কটাক্ষ করেছেন বলিউডের পরিচালক ফারহা খান। মুখ খুলেছেন টলিউডের বিভিন্ন তারকাও। তাদের মধ্যে রয়েছেন শ্রীলেখা মিত্র।