মুম্বই: হায়দরাবাদের টেনিস সুন্দরী সানিয়া মির্জা শুধু টেনিস কোর্টই মাত করেননি, তাঁর চোখ ধাঁধানো রূপের জন্যে বহু সময় তিনি র্যাম্পও মাতিয়েছেন। তাঁর সৌন্দর্য দেখে বহু সময়ই তাঁর অনেক ভক্তের মনে হয়েছে, তিনি হয়তো যেকোনও দিন বলিউডে পা রাখতেও পারেন। এমন প্রশ্ন দিন কয়েক আগে এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে ফের করা হয় সানিয়াকে।
টিভি চ্যানেলের সেই অনুষ্ঠানে সানিয়ার সঙ্গে হাজির হয়েছিলেন তাঁর বলিউড সঙ্গী পরিনীতি চোপড়াও। সেখানেই শোয়ের সঞ্চালক ছিলেন সানিয়ার দাদা সাজিদ খান এবং রীতেশ দেশমুখ। রীতেশ তাঁর কাছে জানতে চান, তিনি কখনও বলিউডি ছবিতে কাজের প্রস্তাব পাননি?
তখন টেনিস সুন্দরী তাঁর দাদার দিকে তাকিয়ে জানান, একাধিক ছবিতে তাঁকে কাজের প্রস্তাব দিয়েছেন সাজিদ। তাঁকে তাঁর ভাই ‘হে বেবি’, ‘হাউসফুল’, ‘হাউসফুল ২’, ‘হমশকল’, ‘হিম্মতওয়ালা’-র মতো ছবিতে আইটেম ডান্স করার প্রস্তাব দিয়েছিলেন। সানিয়ার জবাব প্রত্যেকবারই তিনি সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন। সানিয়া জানিয়েছেন, তারপরই সাজিদ বলেন, তাঁকে সম্পূর্ণ শরীর ঢাকা পোশাক পরেই আইটেম ডান্সগুলো করতে হবে।
সানিয়া মির্জাকে আইটেম ডান্সের প্রস্তাব, টেনিস সুন্দরী কী বললেন সেই প্রস্তাবে? পড়ুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Dec 2016 05:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -