থুতু ফেলায় খুন!
Web Desk, ABP Ananda | 13 Aug 2016 12:15 PM (IST)
নয়াদিল্লি: থুতু ফেলা নিয়ে বচসা। এই সামান্য কারণে বছর ৩৫-এর এক যুবককে ছুরির আঘাতে খুনের অভিযোগ উঠেছে সাফাই কর্মীর বিরুদ্ধে। দিল্লির হজ খাস এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, গৌতম নগরের বাসিন্দা মুরশিদ নামে ওই যুবক থুতু ফেলায়, আপত্তি জানায় বছর ৪০-এর সাফাইকর্মী মুকেশ। বচসা এমন পর্যায়ে চলে যায় মুরশিদকে ছুড়ি দিয়ে কোপাতে থাকে মুকেশ। আঘাতে মৃ্ত্যু হয় মুরশিদের। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে হজ খাস থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।