নয়াদিল্লি: অমেঠির রাজ পরিবারের সদস্য তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ কংগ্রেস ছেড়ে যোগ দিচ্ছেন বিজেপিতে।
অসম থেকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন সঞ্জয়। এদিন তিনি সাংসদ-পদ থেকেও ইস্তফা দেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বুধবারই তিনি সরকারিভাবে বিজেপিতে যোগ দেবেন। তিনি বলেন, কংগ্রেস আজও অতীতে পড়ে রয়েছে। ভবিষ্যতের কোনও দিশা নেই। আজ সারা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রয়েছে। আমি আজ কংগ্রেস এবং রাজ্যসভার সাংসদ পদ -- দুটিই ছেড়ে দিয়েছি।
সঞ্জয়ের দল ছাড়া কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। গাঁধী পরিবারের বেশ ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। সঞ্জয় সেকথা স্বীকারও করেছেন। বলেন, গাঁধী পরিবারের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভাল। ওই পরিবারের সঙ্গে আমার কোনও বিবাদ নেই। যদিও, কংগ্রেসের প্রতি তাঁর ক্ষোভও প্রকাশ করেন। বলেন, আমার ৪০ বছরের মতাদর্শ রয়েছে। অথচ, গত ১৫-২০ বছরে যোগাযোগের মাধ্যম একেবারে তলানিতে এসে ঠেকেছে। যা আগে কখনই হয়নি। কেন আচমকা এই সিদ্ধান্ত প্রশ্নের উত্তরে প্রবীণ নেতা বলেন, আমি ২ বার লোকসভা ও ২ বার রাজ্যসভার সাংসদ। ফলে কোনও সিদ্ধান্ত দু-এক দিনে নিইনি।
তবে, এই প্রথমবার নয়। এর আগেও কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন সঞ্জয়। রাজনৈতিক জীবন কংগ্রেসেই শুরু করেন তিনি। সঞ্জয় গাঁধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মাঝে কংগ্রেস ছেড়ে জনতা দল, সেখান থেকে বিজেপি হয়ে ফের কংগ্রেসে ফেরন সঞ্জয়। মাঝে, নয়ের দশকে বিজেপির টিকিটে লোকসভার সাংসদও হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী। রাজপরিবারের সদস্য হওয়ায় অমেঠিতে তিনি বেশ প্রভাবশালী। চলতি বছরের লোকসভা ভোটে সঞ্জয়কে সুলতানপুর থেকে প্রার্থী করে কংগ্রেস। কিন্তু, বিজেপি প্রার্থী মানেকা গাঁধীর কাছে হেরে যান তিনি।