নয়াদিল্লি: জাপানের স্মার্টফোন ব্র্যান্ড স্যানসুই ভারতের বাজারে নিয়ে এল তাদের হোরিজোন ২ স্মার্টফোন। দাম ৪,৯৯৯ টাকা। ১৫ মে থেকে এই ফোনের বিক্রিয় শুরু হবে এবং পাওয়া যাবে ফ্লিপকার্টের মাধ্যমে।
ডুয়াল সিমের এই স্মার্টফোনে রয়েছে 4G VoLTE কানেক্টিভিটি এবং তা অ্যান্ড্রয়েড নউগট 7.0 ওএসের মাধ্যমে চালিত। এর স্ক্রিন ৫ ইঞ্চির। রেজোলিউশন 720×1280 পিক্সেল। 1.25GHz কোয়াডকোর মিডিয়াটেক প্রোসেসরের এই স্মার্টফোনের র্যাম ২ জিবি।
হোরিজোন ২ স্মার্টপোনে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ইন্টারন্যাল স্টোরেজ ১৬ জিবি, যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এতে রয়েছে 2450mAh ব্যাটারি।
স্যানসুই-এর সিইও অভিষেক মালপানি বলেছেন, ভারতীয় ক্রেতাদের আকৃষ্ট করতে আকর্ষণীয় স্মার্টফোন তৈরি করে তাঁদের কোম্পানি। ব্ল্যাক গ্রে ও রোজ গোল্ড-এই দুটি রঙে হোরিজোন-২ ফোন পাওয়া যাবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
স্যানসুই নিয়ে এল ৪,৯৯৯ টাকা দামে 4G VoLTE হোরিজোন ২ স্মার্টফোন
ABP Ananda, web desk
Updated at:
13 May 2017 10:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -