গুয়াহাটি: প্রতিদিন সব কাজের ফাঁকে অন্তত দু’ঘণ্টা করে আপডেট করতে হবে ন্যাশনাল সিটিজেন রেজিস্টার। অসমের সদ্য নিযুক্ত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল রাজ্যের সব ডেপুটি পুলিশ কমিশনারকে এই নির্দেশ দিয়েছেন। সোমবার ব্রহ্মপুত্রের উত্তরের সবকটি জেলা, মধ্য ও উজানি অসমের ডিসি ও এসপিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তিনি। সেখানেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করার জন্য ন্যাশনাল সিটিজেন রেজিস্টার নিয়মিত আপডেট করতে পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছেন সোনোওয়াল।


নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে এই কাজ, গড়িমসি কোনওমতেই চলবে না। এ ব্যাপারে নিজের নিজের জেলায় সচেতনতা বৃদ্ধির প্রচার চালানোর জন্য পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। এতে ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, নাগরিক সমাজ ও সাহিত্য চক্রগুলিকেও অংশীদার করার কথা বলা হয়েছে।

তাঁর কথায়, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রেজিস্টার থেকে অবশ্যই বাদ দিতে হবে কিন্তু সত্যিকারের কোনও ভারতীয় নাগরিককে বিব্রত করা চলবে না। এ ব্যাপারে সরকার তাঁদের সবরকম সাহায্য করবে বলেও পুলিশ কর্তাদের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি ফরেনার্স ট্রাইবুন্যালসকে জোরদার করে অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করার ওপরেও মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়েছেন।