চন্ডীগড়: পঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজি কেপিএস গিলের শেষকৃত্যানুষ্ঠান পরিচালনা না করার ফতোয়া দেওয়া হল শিখ পুরোহিতদের। সরবত খালসা নিযুক্ত জাঠেদার এবং আরও কয়েকটি শিখ সংগঠনের পক্ষ থেকে গিলের শেষকৃত্যে ধর্মীয় প্রার্থনা করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই ফতোয়ার ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি অকাল তখত জাঠেদার গুরবচন সিংহ।
উল্লেখ্য, গতকাল প্রয়াত হয়েছেন ‘সুপারকপ’ গিল। ডিজিপি পদে কর্মরত থাকার সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন শিখ সংগঠনের রোষের মুখে পড়তে হয়েছিল গিলকে। গত বছরের সরবত খালসা নিযুক্ত জাঠেদাররা তাঁকে সম্প্রদায় থেকে ত্যাজ্য ঘোষণা করেছিল। সরবত খালসা কর্তৃক তখত দমদমা সাহিব তালওয়ান্দি সাবো জাঠেদার হিসেবে নিযুক্ত বলজিত সিংহ দাদুওয়াল বলেছেন, ‘নিরীহ শিখদের হত্যার জন্য দায়ী গিল। ভুয়ো সংঘর্ষে শিখ তরুণদের তিনি খুন করেছেন। তাঁর নির্দেশে বিভিন্ন থানায় শিখ মহিলাদের অপমান করা হয়েছে। গত বছর তাঁকে অকাল তখতে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু প্রাক্তন ডিজিপি আসেননি। সম্প্রদায় থেকে তাঁকে ত্যাজ্য করা হয়েছে। তাই তাঁর শেষকৃত্যে স্বাভাবিকভাবেই শিখ পুরোহিতরা উপস্থিত থাকবেন না’।
দাদুওয়াল আরও বলেছেন, গিলের অন্ত্যেষ্ঠিতে কোনও শিখ ধর্মগুরুর প্রার্থনা করা উচিত নয়। গিলের অন্ত্যেষ্ঠিতে যাঁরা যাবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গিলের অন্ত্যেষ্ঠিতে যোগ দিলে কঠোর ব্যবস্থা, শিখ ধর্মগুরুদের হুঁশিয়ারি
ABP Ananda, web desk
Updated at:
27 May 2017 01:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -