নয়াদিল্লি: ‘সর্দারদের’ নিয়ে তৈরি কৌতুকের প্রচারে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিতে অপারগ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, নাগরিকদের জন্য ‘নৈতিক বিধি’ বলবৎ করতে পারে না আদালত।

বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি আর ভানুমতীকে নিয়ে গঠিত বেঞ্চ জানায়, জনসমক্ষে কেমন আচরণ করা উচিত, সেই সংক্রান্ত কোনও নিয়ন্ত্রণ জারি করতে পারে না আদালত। আর যদিও বা করে, কে তা বলবৎ করবে? প্রশ্ন বেঞ্চের।

বিচারপতিরা জানিয়ে দেন, এটা পরিষ্কার যে নাগরিকদের জন্য কোনও নৈতিক বিধি জারি করতে পারে না আদালত। যদিও সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, শিখ সম্প্রদায়কে নিয়ে বিভিন্ন কুরুচিকর কৌতুক যাতে বিভিন্ন ইন্টারনেট বা এসএমএস- এর মত গণমাধাধ্যমে প্রকাশিত না হয়, সেই রায় আগামী ২৭ মার্চ শোনাবে আদালত।