লোকসভার ডেপুটি স্পিকার থামবিদুরাই জানিয়েছেন, আম্মার পর সেই জায়গা নিতে পারেন একমাত্র চিন্নাম্মা(দলীয় সদস্যদের কাছে শশীকলা এই নামেই পরিচিত)। তিনি বলেন, জয়া আম্মার পর তাঁর নামই উঠে আসছে ওই জায়গায়। তাঁকে পার্টির জেনারেল সেক্রেটারির দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। চিন্নাম্মার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। তিনি বলেন, দলও চায়, নেতৃত্বে আসুন শশীকলা। এতে সম্মতি রয়েছে দলের সদস্য থেকে শুরু করে বিধায়ক, সাংসদদেরও। এক্ষেত্রে আর দ্বিতীয় কারও নাম ভাবছেনই না তাঁরা।
থামবিদুরাই আরও বলেন, এটা মানুষের পার্টি। শশীকলা মানুষের পাল্স বোঝেন। তিনি নিশ্চিত, শশীকলা রাজি হবেন তাঁর এই প্রস্তাবে।