চেন্নাই: জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে শিবিরের তীব্র ডামাডোলের মধ্যে অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় আস্থাভোটে জয়ী হয়েছেন ই পালনস্বামী। কিন্তু কয়েকদিনের মধ্যেই এআইএডিএমকে শিবিরে ফের বিদ্রোহের সুর। এবার চেন্নাইয়ের প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার পোয়েজ গার্ডেনের বাসভবনের ওপর দখল চাইলেন নেত্রীর ভাইপো দীপক জয়কুমার। উল্লেখ্য, আয়ের সঙ্গে সম্পত্তিহীন মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কারাদণ্ড হওয়ার আগে এই বাড়িতে থাকতেন শশীকলা।


পোয়েজ গার্ডেনের বাংলো দাবি করে জয়ললিতার দলের উত্তরাধিকার নিয়ে শশীকলার দাবি নিয়েই প্রশ্ন তুলে দিলেন দীপক কুমার। জেলে যাওয়ার আগে ভাইপো দিনকরণকে এআইএডিএমকে-র উপ সাধারণ সম্পাদক পদে বসিয়ে গিয়েছেন শশীকলা। দিনকরণ সহ শশীকলার অন্য এক ভাইপো এস ভেঙ্কটেশের নেতৃত্বেরও বিরোধিতা করেছেন তিনি। দীপক প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনীরসেলভামের নেতৃত্বের প্রতিও আস্থা ব্যক্ত করেছেন।

এক সাক্ষাত্কারে দীপক বলেছেন, সুপ্রিম কোর্ট তাঁর পিসি জয়ললিতার যে ১০০ কোটি টাকা জরিমানা করেছে, তা তিনি দিতে চান। একইসঙ্গে তিনি বলেছেন, তাঁর এই জরিমানা দেওয়ার মতো সঙ্গতি নেই। তাই তাঁকে সম্পত্তি বিক্রি করতে হবে। এ জন্য কোন সম্পত্তি তিনি বিক্রি করবেন, তা এখনও ঠিক করেননি। এরই সঙ্গে দীপক বলেছেন, পোয়েজ গার্ডেনের মালিক তিনি ও তাঁর বোন দীপা।

উল্লেখ্য, দীপাও আগেই শশীকলার বিরুদ্ধে তোপ দেগে পনীর শিবিরে যোগ দিয়েছেন। আজ কোনও একটি গুরুত্বপূর্ণ ঘোষণার ইঙ্গিত দিয়েছেন দীপা।

গত ডিসেম্বরে জয়ললিতার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন দীপক। তিনি শশীকলা শিবিরেই ছিলেন।