চেন্নাই: দলের বিধায়কদের কার্যত রিসর্ট বন্দি করে রেখেও শেষ রক্ষা হল না। জয়ললিতা জয়রামের দীর্ঘদিনের বান্ধবী শশীকলা নটরাজনের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে জল ঢালল সুপ্রিম কোর্ট। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় শীর্ষ আদালত ৪ বছরের জেলের সাজা দিল তাঁকে। একইসঙ্গে জরিমানা দিতে হবে ১০ কোটি টাকা।

তাঁকে জেল খাটতে তো হবেই, নিয়মমত সেই মেয়াদ শেষ হলেও আরও ৬ বছর ভোটে দাঁড়াতে পারবেন না তিনি। ফলে কার্যত পরিষ্কার, শশীকলার রাজনৈতিক কেরিয়ার ডানা মেলার আগেই মুখ থুবড়ে পড়ল বাস্তবের মাটিতে।

অতএব তামিলনাড়ুর রাজনীতিতে আচমকা অভাবনীয় কোনও পটপরিবর্তন না ঘটলে ও পনীরসেলভমই ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন।

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির এই মামলা ২১ বছরের পুরনো। নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়ে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে শশীকলাও কয়েক মাস জেল খাটেন। কিন্তু কর্নাটক হাইকোর্টে জয়ললিতা, শশীকলা, তাঁর ভাইপো ও জয়ললিতার দত্তক নেওয়া ত্যাজ্যপুত্র সুধাকরণ আর শশীকলার ভাইঝি ইলাভারাসিকে যাবতীয় অভিযোগ থেকে মুক্তি দেয়। মামলা যায় সুপ্রিম কোর্টে। সেখানে গ্রাহ্য হয়নি হাইকোর্টের রায়। প্রয়াত জয়ললিতার নাম বাদ পড়লেও শশীকলা ও তাঁর ভাইপো, ভাইঝি দোষী সাব্যস্ত হন শীর্ষ আদালতে।

মহাবলীপুরমের গোল্ডেন বে রিসর্ট থেকে পালিয়ে একের পর এক এআইএডিএমকে বিধায়ক পনীরসেলভমের দলে নাম লেখানোর পর শশীকলা গতকাল থেকেই জামাকাপড় নিয়ে ওই রিসর্টে গিয়ে ওঠেন। যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভায় শক্তিপ্রদর্শনের সুযোগ পেতে রাজ্যপালের ওপর চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু সুপ্রিম কোর্ট তাঁকে এখনই আত্মসমর্পণের নির্দেশ দেওয়ায় আজ সন্ধের মধ্যে ওই রিসর্ট থেকেই বেঙ্গালুরু গিয়ে আত্মসমর্পণ করতে হবে তাঁকে।