শশীকলাকে অন্তর্বর্তী সাধারণ সম্পাদক পদ থেকে সরাল এআইএডিএমকে
Web Desk, ABP Ananda
Updated at:
12 Sep 2017 05:59 PM (IST)
চেন্নাই: সম্প্রতি দুই বিবদমান গোষ্ঠী মিশে যাওয়ার পর মঙ্গলবার প্রথম বৈঠকে বসেই অন্তর্বর্তী সাধারণ সম্পাদক হিসাবে ভি কে শশীকলার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিল এআইএডিএমকে। তাঁকে সব পদ থেকে অপসারিত করেছে দলের জেনারেল কাউন্সিল। তিনি যেসব বরখাস্ত ও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন, সবই বাতিল হয়েছে। দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন শশীকলা। গত মাসে পালানিস্বামী ও পনিরসেলভম শিবির মতভেদ ঘুচিয়ে হাত মেলানোরো সিদ্ধান্ত নেওয়ায় পরিষ্কার হয়ে গিয়েছিল, শশীকলা ও তাঁর ভাগ্নে টিটিভি দিনাকরণের দিন ঘনিয়ে আসছে।
পার্টি সূত্রের খবর, এদিন বৈঠকে পালানিস্বামী, পনিরসেলভমের উপস্থিতিতেই কথা হয়, প্রতিষ্ঠাতা প্রয়াত এম জি রামচন্দ্রন ও প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা ছাড়া আর কাউকে সাধারণ সম্পাদক হিসাবে মেনে নেওয়া যায় না। এআইএডিএমকে-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী জেনারেল কাউন্সিল ও এক্সিকিউটিভ কমিটির বৈঠকে শশীকলার নিয়োগ বাতিলের প্রস্তাব পাশ হয় বলে সূত্রের খবর। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সাধারণ সম্পাদক পদটাই আর থাকবে না। তার বদলে কোঅর্ডিনেটর, যুগ্ম কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে। তাদের হাতে থাকবে দল চালানোর যাবতীয় ক্ষমতা। আর থাকবে স্টিয়ারিং কমিটি। ২১ আগস্ট মুখ্যমন্ত্রী পালানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী পনিরসেলভমের গোষ্ঠীর মিলনের সময় স্টিয়ারিং কমিটি দল পরিচালনা করবে বলে ঘোষণা হয়েছিল।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -