উত্তর কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর একটি ছাউনিতে বরিষ্ঠ সেনা কর্তাদের সঙ্গে আজ বৈঠক করেন জেটলি। অসান্তি উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরে তিনি টুইট করেন এ ব্যাপারে
নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা ছাউনিগুলির পরিস্থিতি জেটলি আকাশপথে পর্যালোচনা করেন। রামপুর সেক্টরে কথা বলেন সেনা জওয়ানদের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন এক বরিষ্ঠ সেনা আধিকারিক। জেটলি নির্দেশ দেন, নিয়ন্ত্রণরেখা বরাবর চূড়ান্ত নজরদারি চালিয়ে যেতে, ওপার থেকে কোনওরকম উসকানিমূলক চেষ্টা হলে তার মুখের মত জবাব দিতে।
প্রতিরক্ষার পাশাপাশি জেটলি কেন্দ্রীয় অর্থমন্ত্রীও। শ্রীনগরে গতকাল থেকে শুরু হয়েছে জিএসটি কাউন্সিল, চলবে ২ দিন ধরে। সে জন্যও এ শহরে এসেছেন তিনি।