নয়াদিল্লি: দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)-তে ডামাডোল। মুখ্যমন্ত্রী তথা দলের প্রধান অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ আনলেন আপ সরকারের বরখাস্ত মন্ত্রী কপিল মিশ্র। কপিলের দাবি, গত পরশু স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন কেজরীবালকে নগদ দু কোটি টাকা দিয়েছিলেন। ওই টাকা দেওয়ার ঘটনা তিনি নিজের চোখে দেখেছেন।এরপর সারা রাত তিনি ঘুমোতে পারেননি বলেও দাবি করেছেন কপিল। তিনি পুরো ঘটনার কথা দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)-কে জানান। এরপর গতকাল কেজরীবালের সঙ্গে দেখা করার সময় ওই লেনদেনের কথা এসিবিকে জানানোর কথা বলেন। এই কারণেই তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছেন কপিল। রাজঘাটে সাংবাদিক বৈঠকে তিনি আপ নেতৃত্বর কাছে জানতে চেয়েছেন ওই টাকা কোথা থেকে এল? ওই টাকায় কী করা হয়েছে?
কপিল বলেছেন, এভাবে নগদ টাকা নিতে দেখে তিনি এ ব্যাপারে প্রশ্ন তোলেন। তাঁর দাবি,  প্রথমে কেজরীবাল প্রশ্নের জবাব দিতে চাননি। পরে কেজরীবাল বলেন, রাজনীতিতে এসব হয়ে থাকে। এ ব্যাপারে পরে কথা হবে।
কপিলের দাবি, নিজের চোখে এত নগদ টাকা দেখে চুপ থাকার কোনও উপায়ই ছিল না। এজন্য নিজের রাজনৈতিক পদ ও জীবনের পরোয়াও তিনি করেন না বলে দাবি করেছেন আপ সরকারের বরখাস্ত মন্ত্রী।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া কপিলের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, কপিলের অভিযোগ ভিত্তিহীন।


উল্লেখ্য, আগেই দিল্লির বরখাস্ত জলমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, তিনি সাংবাদিক বৈঠকে আপ সরকারের বড়সড় দুর্নীতির তথ্য ফাঁস করবেন।
কপিলের সাংবাদিক বৈঠকের আগেই কেজরীবাল উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া সহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। কপিল যাঁকে নিজের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন, সেই কুমার বিশ্বাসও কেজরীবালের বৈঠকে যোগ দেন।