স্বামীকে চমকে দিতে ব্যয়বহুল ওজন কমানোর অপারেশন, স্ত্রীকে ডির্ভোস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 May 2016 06:09 PM (IST)
দুবাই: ওজন কমানোর জন্য ব্যয়বহুল অপারেশন করিয়েছে স্ত্রী। সেই অভিযোগে স্ত্রীকে ডিভোর্স দিলেন সৌদি আরবের এক ব্যক্তি। জানা গিয়েছে, স্বামীকে স্লিম লুক-এ চমকে দিতে ওজন কমানোর অপারেশন করিয়েছিলেন পেশায় শিক্ষিকা ওই মহিলা। তবে তা বেশ ব্যয়বহুল। খরচ হয়েছে ২০,০০০ মার্কিন ডলারেরও বেশি। এতে স্বামী তো খুশি হননি। উপরন্তু ওজন কমানোর জন্য এতটাকা খরচ করায় বউকে ডিভোর্স দিয়েছেন তিনি। ওই মহিলার স্বামী জানিয়েছেন, তাঁরা সম্প্রতি একটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন। তার জন্য টাকারও প্রয়োজন। এইসময়ই এতটাকা দিয়ে অপারেশন করিয়েছেন তাঁর স্ত্রী। এই ঘটনায় তিনি বেশ হতাশ হয়ে পড়েন। তিনি জানান, এই নিয়ে আগেও ডাক্তারের স্মরণাপন্ন হয়েছেন তাঁর স্ত্রী। শেষমেশ অপারেশনটা করিয়েই নিলেন তিনি। তাঁর স্ত্রী ভেবেছিলেন নতুন চেহারায় তাঁকে দেখে খুশি হবেন ওই ব্যক্তি। কিন্তু হিতে বিপরীত হয়। তাই ডিভোর্সের সিদ্ধান্ত।