ট্রেন্ডিং

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, থরথর করে গোটা শহরজুড়ে ভয়াবহ কম্পন

লস্করের পর এবার এনকাউন্টারে ৩ জইশ জঙ্গির মৃত্যু

তুরস্কের সঙ্গে মউ বাতিল দিল্লির আরও এক বিশ্ববিদ্যালয়ের | Turkey

ভারতে অ্যাপেল কারখানা বন্ধের নির্দেশ আমেরিকার প্রেসিডেন্টের | Donald Trump

লস্করের পর এবার এনকাউন্টারে ৩ জইশ জঙ্গির মৃত্যু
পরস্পরকে বিয়ে করতে রাজি ধর্ষক ও নির্যাতিতা, সুপ্রিম কোর্টেই প্রোপোজাল; স্থগিতাদেশ সাজায়
ডেবিট কার্ড জালিয়াতি: তাদেরই এটিএম ব্যবহার করুক গ্রাহকরা, পরামর্শ এসবিআই-এর
Continues below advertisement

কলকাতা: সম্প্রতি ডেবিট কার্ড জালিয়াতি করে টাকা তুলে নেওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এই শঙ্কার মাঝেই দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক এসবিআই এক বিবৃতি জারি করে তাদের গ্রাহকদের উদ্দেশে বলেছে, জালিয়াতি ঠেকাতে, তাঁরা যেন এখন শুধু তাদের ব্যাঙ্কের এটিএম মেশিনই ব্যবহার করেন। পাশাপাশি, ম্যালওয়্যারের শিকার ৬ লক্ষ কার্ড দু সপ্তাহের মধ্যে সরিয়ে নতুন কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি হিতাচি পেমেন্টস সার্ভিস সংস্থার সিস্টেমে ম্যালওয়্যারের মাধ্যমে জালিয়াতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত যেসমস্ত এটিএম মেশিনে হিতাচি পেমেন্ট সার্ভিস ব্যবহার করা হয়, সেখানে ডেবিট কার্ড, রুপে বা মাস্টারকার্ড ঢোকালেই সমস্ত তথ্য জালিয়াতদের কাছে চলে যাচ্ছে। এরপর কার্ডের ক্লোন বানিয়ে বিশ্বের যেকোনও প্রান্ত থেকে টাকা তুলে নিচ্ছে জালিয়াতরা।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর প্রায় লক্ষাধিক কার্ড ব্লক করা হয়েছে এসবিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের। সমস্যায় পড়েছেন এই সমস্ত ব্যাঙ্কের গ্রাহকেরা। এই সমস্যার মুখে বহু ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ডেবিট কার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছে, কারও আবার সিকিউরিটি কোড পরিবর্তন করতে বলা হয়েছে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে