নয়াদিল্লি: এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর এটিএম থেকে বেরোল সিরিয়াল নম্বরহীন ৫০০ টাকার নোট। কয়েকদিন আগেই দিল্লিতে স্টেট ব্যাঙ্কের একটি এটিএম থেকে বাচ্চাদের খেলনা ২০০০ টাকার নোট বেরোনোর ঘটনা ঘটেছিল। এবার মধ্যপ্রদেশে ৫০০ টাকার নম্বরহীন নোট বেরোনোর ঘটনা ঘটল। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মধ্যপ্রদেশের দামোহ জেলায় স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গিয়ে তিনজন ব্যক্তি পেলেন নম্বর বিহীন নতুন ৫০০ টাকার নোট। এ ধরনের ছটি নোট বেরোনোর পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ওই এটিএম সিল করে দেয় পুলিশ।





উল্লেখ্য, গত ১০ দিনে এটিএম থেকে এই নিয়ে তৃতীয়বার এ ধরনের ত্রুটিপূর্ণ নোট বেরোনোর ঘটনা ঘটল। গত ২২ ফেব্রুয়ারি দিল্লির সঙ্গম বিহারে স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র পরিবর্তে চিলড্রেন্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা ২০০০ টাকার নোট বেরিয়েছিল। এর কয়েকদিন পরই উত্তরপ্রদেশে শাহজাহানপুরের একটি এটিএম থেকে ১০ হাজার টাকা তুলতে গিয়ে পাঁচটি ২ হাজার টাকার নোট পান পুনীত গুপ্ত নামে এক ব্যক্তি।