গৃহঋণে সুদের হার ০.১৫ শতাংশ কমাল এসবিআই, ওভারড্রাফট দেবে আইসিআইসিআই
Web Desk, ABP Ananda | 02 Nov 2016 04:01 PM (IST)
নয়াদিল্লি: উত্সবের মরসুম। সে কথা মাথায় রেখে গ্রাহকদের খুশির খবর শোনাল এসবিআই ও আইসিআইসিআই। গৃহঋণে সুদের হার হ্রাস, প্রসেসিং ফি তুলে নেওয়া ও ওভারড্রাফটের সুবিধা, এমন কয়েকটি গ্রাহক স্বার্থমুখী ব্যবস্থা ঘোষণা করল দুই শীর্ষ ব্যাংক। এক বিবৃতিতে এসবিআই ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সুদের হার আরও ০.১৫ শতাংশ কমানোর ঘোষণা করেছে। এবার এসবিআই থেকে বাড়ি কেনার ঋণ পাওয়া যাবে ৯.১৫ শতাংশ হারে। আর মহিলারা হোম লোন পাবেন আরেকটু কম সুদে—৯.১০ শতাংশে। এসবিআইয়ের বক্তব্য, বর্তমানে বাজারে সবচেয়ে কম সুদে গৃহঋণ দেয় তারাই। আজকের ঘোষণায় লাভবান হবেন নতুন বাড়ি কিনতে ইচ্ছুক ক্রেতারা, আর মাসিক কিস্তি বাঁচাতে যারা ইতিমধ্যে নেওয়া গৃহঋণ এসবিআইয়ে বদলে নিয়ে যেতে চান, তাঁরাও এর ফায়দা নিতে পারবেন। এসবিআই এও জানিয়েছে, ৫০ লক্ষ টাকা হোম লোনে ০.১৫ শতাংশ সুদ কমার ফলে একজন ক্রেতা মাসে ৫৪২ টাকা এবং লোনের ৩০ বছর মেয়াদে প্রায় ২ লক্ষ টাকা বাঁচাতে পারবেন। মাসে বেঁচে যাওয়া ৫৪২ টাকা রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করলে লোনের মেয়াদ শেষ হলে তার মূল্য দাঁড়াবে প্রায় ৬ লক্ষ টাকা। আর আইসিআইসিআই ঘোষণা করেছে, তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, এমন বেতনভোগীরা নিজস্ব মালিকানাধীন সম্পত্তির বিনিময়ে ১ কোটি টাকা পর্যন্ত হোম লোন হিসাবে পাবেন। এখন এই লোনের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা। এক বিবৃতিতে আইসিআইসিআই জানিয়েছে, তাদের এই প্রোডাক্টের নাম রাখা হয়েছে আইসিআইসিআই ব্যাংক হোম ওভারড্রাফট। এটি থেকে মেয়াদি ঋণের সুবিধা যেমন মিলবে, তেমনই ওভারড্রাফটের সুযোগও পাওয়া যাবে। তাত্ক্ষনিক প্রয়োজন মেটাতে গ্রাহক এক লপ্তে বিরাট অঙ্কের টাকা পাবেন, পাশাপাশি যখন, যতটা প্রয়োজন, সেই অনুযায়ী তহবিল থেকে অর্থ খরচ করার ব্যবস্থাও থাকছে। শিক্ষা, চিকিত্সা, বাড়ি সংস্কার, বিয়ে, বিদেশ ভ্রমণের মতো ব্যক্তিগত প্রয়োজনে লোনের টাকা খরচ করা যাবে। ন্যূনতম ৫ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে লোনের মোট অঙ্কের ন্যূনতম ১০ শতাংশ তাঁরা পাবেন টার্ম লোন হিসাবে, সর্বোচ্চ ৯০ শতাংশ মিলবে ওভারড্রাফট বাবদ।