নয়াদিল্লি: বছর শুরুতেই সুখবর। গ্রাহকদের জন্য গৃহঋণ সস্তা হতে পারে স্টেট ব্যঙ্ক অফ ইন্ডিয়া। ৮.৯৫ থেকে কমিয়ে বেস রেট ৮.৬৫ করল দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক। যার ফলে আগের থেকে হাল্কা হল ঋণের বোঝা। ৩০ লক্ষ টাকা দামি বাড়ির ক্ষেত্রে এসবিআই গ্রাহকদের ঋণ দেয় ৮.৩৫ শতাংশ হারে। বাড়ির দাম তার বেশি হবে সুদের হার হয় ৮ .৪৫ শতাংশ। এবার এই হার হতে পারে ৮.০৫ ও ৮.১০ শতাংশ। উপকৃত হবে নতুন যাঁরা ঋণ নেবেন বা যাঁরা আগেই নিয়েছেন।

গাড়ি ও ব্যক্তিগত ঋণেও সুদের হার কমতে পারে।

বেস রেট হল ঋণে ন্যুনতম সুদের হার, যার কমে ব্যাঙ্ক ধার দিতে পারে না।