মুম্বই: কেন্দ্রের পুনর্বিবেচনার আর্জিতেও মিলল না সাড়া। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ৫ হাজার রাখার পক্ষেই সিদ্ধান্ত নিল এসবিআই। একইসঙ্গে চারের বেশি নগদ লেনদেনে মাসুলকেও সমর্থন করলেন অরুন্ধতী ভট্টাচার্য।


গত বুধবার যে রাস্তায় হেঁটেছে দেশের তিনটি প্রধান বেসরকারি ব্যাঙ্ক- এইচডিএফসি, আইসিআইসিআই এবং অ্যাক্সিস, শুক্রবার সেই রাস্তাতেই পা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


এসবিআই জানিয়েছে,  ১ এপ্রিল থেকে প্রতি মাসে সেভিংস অ্যাকউন্টে রাখতে হবে ন্যূনতম ব্যালেন্স। মেট্রো শহরে যা ৫ হাজার টাকা। গ্রামীণ এলাকায় ১ হাজার। না হলে গুণতে হবে জরিমানা। ব্যাঙ্ক থেকে ৩টি নগদ লেনদেন করা যাবে বিনা মাসুলে। তার পরে প্রতি ক্ষেত্রে লাগবে ৫০ টাকা চার্জ।


বুধবার এ প্রসঙ্গে এসবিআই-এর চেয়ারপার্সন বলেন, বর্তমানে আমাদের ওপর অনেক বোঝা বেড়েছে। তাই প্রয়োজন পড়েছে মাসুল বসানোর। আমরা দেখেছি, মেট্রো শহরে বেশিরভাগ লোকই অ্যাকাউন্টে ৫ হাজার বা তার বেশি টাকা রাখেন। তাঁদের তো কোনও চিন্তা নেই। গ্রামীণ এলাকায় লোক কম টাকা রাখেন, তাই ন্যূনতম করা হয়েছে ১ হাজার টাকা। যাঁদের জনধন অ্যাকাউন্ট, তাঁদেরও কোনও চার্জ লাগবে না বলেও স্পষ্ট করে দেন অরুন্ধতী ভট্টাচার্য।


অন্যদিকে, বুধবার থেকে নগদ লেনদেনে চার্জ বসিয়েছে এইচডিএফসি, আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্ক। এইচডিএফসি এবং আইসিআইসিআই-এর ক্ষেত্রে, হোম ব্রাঞ্চে প্রথম ৪টি নগদ লেনদেনের পরে প্রতি নগদ লেনদেনে ন্যূনতম ১৫০ টাকা চার্জ লাগবে। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে প্রথম ৫টি নগদ লেনদেনের পরে প্রতি নগদ লেনদেনে ন্যূনতম ১৫০ টাকা চার্জ।


বেসরকারি ব্যাঙ্কগুলির এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বুধবার এসবিআই-এর চেয়ারপার্সন জানান, টাকা ছাপানো থেকে টাকা এটিএমে নিয়ে যাওয়া, এটিএমের সুরক্ষা-- সব কিছুতেই খরচ হয়। পাশাপাশি, অরুন্ধতী ভট্টাচার্য বলেন, আমরা দেখেছি, রোজ অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন ব্যবসায়ীরা। আমরা চাই ব্যবসা ক্যাশলেস হোক।


কয়েকদিন আগেই গ্রাহকদের কথা ভেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে তাদের নির্দেশিকা পুনর্বিবেচনা করতে বলে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই আর্জিতে সাড়া না দিয়ে এদিন মাসুলের পক্ষেই সওয়াল করলেন এসবিআই চেয়ারপার্সন।