মুম্বই: অ্যাকাউন্টে নির্ধারিত ন্যূনতম মাসিক ব্যালান্স (এএমবি) রাখার ক্ষেত্রে চার্জের পরিমাণ কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এএমবি না থাকলে গ্রাহকদের জরিমানা বাবদ যে টাকা গুনতে হত, তার অঙ্ক অনেকটাই কমাল স্টেট ব্যাঙ্ক। ১লা এপ্রিল থেকে চালু হবে হবে নয়া নিয়ম।
মেট্রো শহর এবং শহরাঞ্চলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্ধারিত ন্যূনতম ব্যালান্স নির্ধারিত অঙ্কের কম থাকলে, আগে মাসে ৫০ টাকা-সহ জিএসটি নেওয়া হত। এবার থেকে মাসে ১৫ টাকা এবং জিএসটি নেওয়া হবে। আধা-শহর এবং গ্রামীণ এলাকাতেও মিনিমাম ব্যালান্স কম থাকার ক্ষেত্রে কমানো হচ্ছে চার্জ। এক্ষেত্রে আগের প্রতি মাসে ৪০ টাকা থেকে কমে চার্জ হচ্ছে যথাক্রমে ১২ টাকা ও ১০ টাকা, সঙ্গে জিএসটি। এর ফলে উপকৃত হবেন স্টেট ব্যাঙ্কের ২৫ কোটি গ্রাহক।
স্টেট ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর (রিটেল ও ডিজিটাল ব্যাঙ্কিং) পি কে গুপ্তা জানিয়েছেন, গ্রাহকদের ভাবাবেগ ও প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে এই চার্জ কমানো হল।
অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না থাকলে চার্জের পরিমাণ কমাল স্টেট ব্যাঙ্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Mar 2018 04:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -