ভুবনেশ্বর: জন ধন যোজনার টাকা তুলতে হবে। খাটিয়া করে ১২০ বছরের বৃদ্ধা মাকে টেনে ব্যাঙ্কে নিয়ে গেলেন ৭০ বছরের মহিলা। উৎকল গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজারকে সাসপেন্ড করল এসবিআই।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সূত্রে খবর, জন ধন যোজনার টাকা তোলার জন্য ওড়িশার নুয়াপাড়া জেলায় ১২০ বছরের বৃদ্ধা মাকে খাটিয়া করে টেনে ব্যাঙ্কে নিয়ে আসেন এক ৬০ বছরের প্রৌঢ়া। তবে এসবিআই জানায়, উৎকল গ্রামীণ ব্যাঙ্ক ম্যানেজার ওই প্রবীণ মহিলাদের ইচ্ছাকৃতভাবে বিব্রত করেননি। কথাবার্তায় কিছু ভুল বোঝাবুঝি হওয়ার জন্যই এই অমানবিক ঘটনা ঘটেছে। উৎকল গ্রামীণ ব্যাঙ্ক এই পুরো ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী। এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় উৎকল গ্রামীণ ব্যাঙ্কের সবচেয়ে বড় অংশীদার এসবিআই।

জুনের ১০ তারিখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায়, শয্যাশায়ী এক বৃদ্ধাকে খাটিয়ায় শুইয়ে টেনে নিয়ে যাচ্ছেন অপর এক প্রৌঢ়া। পরে জানা যায়, ওই বৃদ্ধার নাম পুঞ্জিমতি দেই। কোভিড পরিস্থিতিতে দরিদ্রদের সাহায্য করতে গরীব কল্যাণ প্যাকেজ ঘোষণা করেছে নরেন্দ্র মোদি সরকার। এই প্রকল্প অনুযায়ী ওই বৃদ্ধার জন ধন যোজনা অ্যাকাউন্টে ১৫০০ টাকা আসে।

অভিযোগ, ব্যাঙ্কের ম্যানেজার ওই প্রৌঢ়াকে জানান, বৃদ্ধার নামে অ্যাকাউন্ট থাকার জন্য তাঁকে ছাড়া ওই টাকা তোলা যাবে না। এর পরদিন বৃদ্ধা মাকে খাটিয়ায় শুইয়ে টেনে ব্যাঙ্কে নিয়ে আসেন ওই মহিলা।