ই-ওয়ালেট মারফৎ এটিএম থেকে টাকা তুলতে দেবে এসবিআই

Continues below advertisement

মুম্বই: ডেবিট কার্ডের পাশাপাশি এবার এটিএম থেকে মোবাইল ওয়ালেটের মাধ্যমে টাকা তুলতে বা জমা করতে পারবেন গ্রাহকরা। এমনই পরিষেবা আনতে চলেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Continues below advertisement

বৃহস্পতিবার, এসবিআই এমডি রজনীশ কুমার জানান, যদি ব্যাঙ্কের মোবাইল ওয়ালেট ‘এসবিআই বাডি’-তে কোনও গ্রাহকের টাকা থাকে, তাহলে তিনি এটিএম থেকে সেই টাকা তুলতে পারবেন। পাশাপাশি, কোনও বিজনেস করেস্পনডেন্ট (বিসি) মারফৎ গ্রাহকরা মোবাইল ওয়ালেটে বা সেখান থেকে টাকা জমা বা তুলতে পারবেন।

রজনীশ জানান, বিসি-র মাধ্যমে মোবাইল ওয়ালেটে এক হাজার টাকা পর্যন্ত জমা করলে ০.২৫ শতাংশ সার্ভিস চার্জ ধার্য করা হবে। অন্যদিকে, বিসি-র মাধ্যমে মোবাইল ওয়ালেট থেকে ২ হাজার টাকা পর্যন্ত তুললে ২.৫ শতাংশ সার্ভিস চার্জ ধার্য হবে। তিনি এ-ও জানিয়ে দেন, এটিএম মারফৎ মোবাইল ওয়ালেটের টাকা তুললে প্রতি লেনদেনে ২৫ টাকা পরিষেবা চার্জ ধার্য করা হবে গ্রাহককে। আগামী ১ জুন থেকে নতুন সার্ভিস চার্জ ধার্য হবে।

Continues below advertisement
Sponsored Links by Taboola