নয়াদিল্লি: ডিজিটাল পেমেন্ট বা নগদহীন লেনদেনে জোর দিতে এবার উদ্যোগী হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


সেই প্রেক্ষিতে আগামী শনিবার থেকে এনইএফটি ও আরটিজিএস-এর মাধ্যমে করা অর্থের বৈদ্যুতিন লেনদেনের ওপর চার্জ ৭৫ শতাংশ কম করার সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়্ত্ত ব্যাঙ্ক।


এদিন এসবিআই-এর তরফে এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন দেশের প্রায় সওয়া ৫ কোটি গ্রাহক।


নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে এনইএফটি-র মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত ট্রান্সফারের জন্য ১ টাকা ও ১ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফারের ক্ষেত্রে ২ টাকা চার্জ ধার্য করা হবে।


একইভাবে, ১ থেকে ২ লক্ষ টাকা ট্রান্সফারের জন্য নতুন এনইএফটি চার্জ হবে ৩ টাকা। এই চার্জ এতদিন ১২ টাকা ছিল। ২ লক্ষ টাকার ওপরে ২০ টাকার বদলে এবার দিতে হবে ৫ টাকা।


অন্যদিকে, আরটিজিএস-এর মাধ্যমে ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফারের জন্য দিতে হবে ৫ টাকা। বর্তমানে এর জন্য ২০ টাকা ধার্য করা হয়। অর্থের পরিমাণ ৫ লক্ষ টাকার বেশি হলে আরটিজিএস চার্জ বর্তমানে ৪০ টাকার বদলে দিতে হবে ১০ টাকা।


ব্যাঙ্কের মতে, এই সবকটি চার্জের ওপর ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হবে।