নয়াদিল্লি: বকেয়া ফৌজদারি মামলার তথ্য লুকোনোর অভিযোগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিধান পরিষদের সদস্যপদ বাতিলের আর্জি শুনানির জন্য গ্রহণ করল সুপ্রিম কোর্ট।


গতকাল এই আর্জি সুপ্রিম কোর্টে দায়ের করেন অ্যাডভোকেট এমএল শর্মা। তাঁর অভিযোগ, ১৯৯১-এ বারাহ লোকসভা আসনের উপনির্বাচনের আগে স্থানীয় কংগ্রেস নেতা সীতারাম সিংহকে খুন ও আরও চারজনের জখম হওয়ার ঘটনায় জেডি(ইউ) নেতা নীতীশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

শর্মার দাবি, ২০০৪-র পর থেকে নীতীশ তাঁর মনোনয়নপত্রের সঙ্গে দায়ের করা হলফনামায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য প্রকাশ করেননি। একমাত্র ২০১২-তে তা করেছেন।

আইনজীবীর যুক্তি, ২০০২-র নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রার্থীদের হলফনামায় তাঁদের বিরুদ্ধে চলা সমস্ত ফৌজদারি মামলার উল্লেখ করতে হবে।

শর্মা ওই খুনের মামলার তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দেওয়ার জন্যও আদালতের কাছে আর্জি জানিয়েছেন।

বিচারপকি দীপক মিশ্র ও বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ এই মামলা শুনানির জন্য গ্রহণ করেছে।

উল্লেখ্য, বিহারে কংগ্রেস-আরজেডি-র সঙ্গে মহাজোট ছেড়ে জেডি(ইউ)-র বেরিয়ে আসার পর লালুপ্রসাদ নীতীশের বিরুদ্ধে খুনের মামলা থাকার অভিযোগ করেছিলেন।