কবে লোকপাল নিয়োগ করা হবে ১০ দিনের মধ্যে জানাক কেন্দ্র, নির্দেশ সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda | 02 Jul 2018 01:24 PM (IST)
নয়াদিল্লি: দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কতদিনের মধ্যে লোকপাল নিয়োগ করা হবে, সেটা ১০ দিনের মধ্যে জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে। আজ এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এ মাসের ১৭ তারিখ ফের এ বিষয়ে শুনানি হবে বলে জানা গিয়েছে। গত বছরের ২৭ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও লোকপাল নিয়োগ না হওয়ায় আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেই মামলার শুনানি হয় বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আর ভানুমতীর বেঞ্চে। বিচারপতিরা বলেছেন, লোকপাল নিয়োগের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে হলফনামা দিয়ে বিস্তারিত জানাতে হবে কেন্দ্রকে। এর আগে ১৫ মে সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, লোকপাল বাছাইয়ের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তাতে রাখা হয়েছে প্রবীণ আইনজীবী মুকুল রোহতাগিকে। তবে কবে লোকপাল নিয়োগ করা হবে, সে বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি।