নয়াদিল্লি: আদালত অবমাননার মামলায় প্রাক্তন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরকে স্পষ্ট ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপক মিশ্র, এ এম খানবিলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, এর আগে এই মামলায় অনুরাগ যে হলফনামা পেশ করেছিলেন, সেটি গ্রাহ্য করা হচ্ছে না। তাঁকে এক পাতার স্বল্প শব্দবিশিষ্ট হলফনামা জমা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। হিমাচল প্রদেশের হামিরপুরের বিজেপি সাংসদ অনুরাগ ক্ষমা চেয়ে নিলেই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার নিষ্পত্তি হয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট।

অনুরাগের আইনজীবী পি এস পাটওয়ালিয়া বলেছেন, এ মাসের ১৪ তারিখ তাঁর মক্কেলকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অনুরাগ নিঃশর্ত ক্ষমা চাইতে রাজি। তবে তিনি যে কোনও ভুল করেননি সেটা প্রমাণ করা যাবে।

বিসিসিআই-এর স্বশাসন নিয়ে আইসিসি-কে লেখা এক চিঠি নিয়ে মিথ্যা হলফনামা জমা দেওয়ার অভিযোগে এ বছরের ২ জানুয়ারি অনুরাগের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। ২০১৬ সালের অগাস্টে বিসিসিআই সভাপতি থাকাকালীন সেই চিঠি দিয়েছিলেন অনুরাগ। আদালতের নির্দেশ না মানায় তাঁকে বিসিসিআই সভাপতির পদ থেকে সরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সেই মামলাতেই এবার অনুরাগকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল আদালত।