২৪ ঘণ্টার মধ্যে এফআইআর তুলতে হবে ওয়েবসাইটে, সব রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda | 07 Sep 2016 10:58 AM (IST)
নয়াদিল্লি: থানায় এফআইআর দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা আপলোড করতে হবে সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে। দেশের সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনকে এই মর্মে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি সি নাগাপ্পনের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে। তবে যে সব রাজ্যের অবস্থান দুর্গম জায়গায় এবং যেখানে ইন্টারনেট সংযোগ খুব দুর্বল, সেই সব রাজ্যকে তা করবে হবে ৭২ ঘণ্টার মধ্যে। প্রথমদিকে, শুনানির সময় সুপারিশ করা হয়েছিল যে, ৪৮ ঘণ্টার মধ্যে এফআইআর-কে ওয়েবাসাইটে তুলতে হবে। কিন্তু, এদিন শীর্ষ আদালত সেই ঊর্ধ্বসীমা কমিয়ে ২৪ ঘণ্টা করে। আদালত, স্পষ্ট করে দিয়েছে, অপরাধ করার পরেও অপরাধীরা যাতে এফআইআর সরকারি সাইটে আপলোড হয়নি এই অজুহাত দেখিয়ে কোনও সুবিধা নিতে না পারে, তার জন্যই এই নির্দেশ। তবে, মহিলা ও শিশুদের ওপর যৌন অত্যাচার এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সহ কয়েকটি স্পর্শকাতর মামলায় এফআইআর আপলোড করার ক্ষেত্রে ছাড় দিয়েছে সর্বোচ্চ আদালত। আইনজীবীদের একটি সংগঠনের দায়ের হওয়া জনস্বার্থ মামলা রায় দিতে গিয়ে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এর আগে এই একই রায় দিয়েছিল দিল্লি হাইকোর্ট।