নয়াদিল্লি: রামমন্দির-বাবরি মসজিদ জমি বিতর্ক মামলায় বুধবার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী এই মামলায় হস্তক্ষেপের অনুমতি চেয়ে যে আবেদন করেছিলেন, তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। তিনি মামলায় শামিল হতে পারবেন না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি এই মামলায় পক্ষ হতে চেয়ে পেশ হওয়া সব অন্তর্বর্তী আবেদনও নাকচ করে দিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস এ নাজিবকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ।
শ্যাম বেনেগাল, তিস্তা শেতলবাদ, অপর্ণা সেন, অনিল ধড়কড় প্রমুখ বিশিষ্টজনেরা এই গুরুত্বপূর্ণ মামলায় শরিক হতে চেয়ে যে আবেদন করেছিলেন, তা খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। বেঞ্চের বক্তব্য, শুধু মামলার মূল পক্ষগুলিকেই তাদের বক্তব্য পেশ করতে দেওয়া হবে। প্রধান বিচারপতির বেঞ্চ এও বলেছে, মূল আবেদনকারী এম সিদ্দিক (বর্তমানে প্রয়াত) জমি সংক্রান্ত বিবাদের বিষয়টি ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠানোর যে আবেদন করেছিলেন, সে ব্যাপারে আগে সিদ্ধান্ত নেওয়া হবে।
তাঁর বৈধ আইনি উত্তরাধিকারীরা মামলায় তাঁর প্রতিনিধিত্ব করছেন।
বেঞ্চ বলেছে, আবেদনকারীদের কৌঁসুলিরা, সংশ্লিষ্ট সব পক্ষ তৃতীয় পক্ষের ব্যক্তিবর্গের হস্তক্ষেপের আবেদনের বিরোধিতা করেছেন। আমরা মনে করি, এ ধরনের আবেদন বিচার করে দেখারই মানে হয় না, তাই তা প্রত্যাখ্যান করা হচ্ছে। বেঞ্চ আরেক ধাপ এগিয়ে রেজিস্ট্রিকে নির্দেশ দিয়েছে, মধ্যস্থতার জন্য সামিল হতে চেয়ে পেশ করা কোনও আবেদন যেন গ্রহণ করা না হয়। হিন্দু ও মুসলিম উভয় তরফের এই বক্তব্য বেঞ্চ মেনে নিয়েছে যে, শুধু বিতর্কের মূল পক্ষগুলিকেই বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হোক।
বিদ্বজনেরা বলেছিলেন, তাঁরা ২.৭৭ একর বিতর্কিত জমিটিকে কোনও ধর্মনিরপেক্ষ উদ্দেশ্যে ব্যবহার করার পক্ষপাতী। এজন্য তাঁরা এই মামলায় শামিল হতে চান।