পদ্মাবৎ: বিহারের মুজফফরপুরে সিনেমা হলে ভাঙচুর চালাল করণী সেনা
Web Desk, ABP Ananda | 18 Jan 2018 09:24 PM (IST)
নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট সারা দেশে ‘পদ্মাবৎ’ মুক্তির নির্দেশ দেওয়ার পরেই সিনেমা হলে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল করণী সেনা। এই হুমকি যে শুধু কথার কথা নয়, সেটা বুঝিয়ে দিয়ে আজই বিহারের মুজফফরপুরের একটি সিনেমা হলে ভাঙচুর চালালেন এই কট্টরপন্থী সংগঠনের কর্মীরা। অবাধে লাঠি, তরোয়াল নিয়ে চালানো হল তাণ্ডব। ‘পদ্মাবৎ’-এর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি ওই সিনেমা হলের বাইরে থাকা লোকজনকে এই ছবিটি বয়কট করতেও বলেন করণী সেনার কর্মীরা। পুলিশ-প্রশাসন তাঁদের কোনওরকমভাবে বাধা দেয়নি। আগামী বৃহস্পতিবার দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘পদ্মাবৎ।’ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও রাজ্যেই ছবিটি নিষিদ্ধ করা যাবে না। কিন্তু করণী সেনা ছবিটির বিরোধিতায় অনড়। তারা হিংসাত্মক বিক্ষোভের মাধ্যমে ছবিটির মুক্তি আটকে দিতে চাইছে। বিহারে জেডিইউ-বিজেপি জোট সরকার ‘পদ্মাবৎ’ নিষিদ্ধ করেনি। কিন্তু আজকের ঘটনায় পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তা বুঝিয়ে দিল, এই রাজ্যেও কট্টরপন্থীরা সঞ্জয় লীলা বনশালীর ছবিটি চলার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে।