নয়াদিল্লি: গোরক্ষার নামে তাণ্ডব বরদাস্ত নয়। কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। গোরক্ষার নামে তাণ্ডবের ঘটনা আটকাতে প্রতিটি জেলায় পুলিশের এক পদস্থ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ । গোরক্ষার নামে মারধরের ঘটনা রুখতে গৃহীত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জমা দিতে রাজ্যগুলির মুখ্যসচিবদের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
গোরক্ষার নামে তাণ্ডব মোকাবিলায় সংবিধানের আওতায় রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার দায়িত্ব রয়েছে কিনা, সে বিষয়ে কেন্দ্রের জবাবও তলব করেছে সু্প্রিম কোর্ট।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে সারা দেশে গোরক্ষার নামে তথাকথিত গোরক্ষকদের তাণ্ডবের ঘটনা প্রকাশ্যে এসেছে। পিটিয়ে খুনের ঘটনাও ঘটেছে। এরইমধ্যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ।
মহাত্মা গাঁধীর বংশধর তুষার গাঁধীর দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়াল্লাও এ ব্যাপারে একটি পিটিশন দায়ের করেছেন।