নয়াদিল্লি: দশেরার দিন প্রথামাফিক রাবনের কুশপুতুল পোড়ানোর রেওয়াজ নিষিদ্ধ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, সংবিধান অনুযায়ী, দেশের সকল নাগরিকের নিজধর্ম পালনের অধিকার রয়েছে।


হরিয়ানার সাংবাদিক আনন্দ প্রকাশ শর্মা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে দশেরার দিন রাবনের কুশপুতুল পোড়ানোর রেওয়াজ বন্ধ করার আবেদন করেন। তাঁর দাবি, এই প্রথার উল্লেখ বাল্মীকি বা তুলসীদাস—কারও রচিত রামায়ণে নেই।


তাঁর আরও দাবি, এই প্রথা এক শ্রেণির হিন্দুর ভাবাবেগে ধাক্কা দিচ্ছে। তাছাড়া, এর ফলে, পরিবেশ ও জনস্বাস্থ্যের বিপুল ক্ষতিও হচ্ছে। শর্মা যোগ করেন, এসব করে প্রচুর অর্থ অনর্থক খরচ হয়।


উত্তরে, প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ মামলাকারীর উদ্দেশে প্রশ্ন করে, আপনি কি সংবিধানের ২৫ নম্বর ধারা পড়েছেন? সেখানে বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তির অধিকার রয়েছে নিজ ধর্ম পালনের। এই বলে আবেদন খারিজ করেন বিচারপতিরা।