নয়াদিল্লি: পদ্মাবতীর বিদেশে মুক্তি বন্ধের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ এ ব্যাপারে নতুন একটি আবেদন খারিজ করে দিয়েছে। একইসঙ্গে যে সব মুখ্যমন্ত্রীরা পদ্মাবতীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন, তাঁদেরও সমালোচনা করেছে শীর্ষ আদালত।
ইংল্যান্ডের সেন্সর বোর্ড জানিয়েছে, ১ ডিসেম্বর সে দেশে মুক্তি পেতে পারে পদ্মাবতী। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান এম এল শর্মা নামে এক আইনজীবী। তিনি তাঁর আবেদনে বলেন, যদি দেশের বাইরে ছবিটি মুক্তি পায় তবে সামাজিক ঐক্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, তাই প্রযোজকদের এই পদক্ষেপ করতে বারণ করা হোক। সিনেমাটোগ্রাফি অ্যাক্ট লঙ্ঘন ও মানহানির অভিযোগে পরিচালক সঞ্জয় লীলা বলশালীর বিরুদ্ধে সিবিআই তদন্তও চান তিনি।
কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এভাবে তারা ছবি মুক্তি আটকানোর ব্যাপারে রায় দিতে পারে না।
এছাড়া নাম না করে 'সরকারি উচ্চ পদে থেকে যাঁরা ছবির বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন', তাঁদের কঠোর ভাষায় ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। যে ছবি সম্পর্কে সেন্সর বোর্ড এখনও সিদ্ধান্ত নেয়নি, তা নিয়ে আগে থেকে মতামত দেওয়া বোর্ডের আইন লঙ্ঘন করে বলে মন্তব্য করেছে তারা।
বিদেশে পদ্মাবতীর মুক্তি রুখল না সুপ্রিম কোর্ট, ছবির বিরুদ্ধে মন্তব্যের জন্য সমালোচনা মুখ্যমন্ত্রীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2017 01:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -