নয়াদিল্লি: প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর নিরপেক্ষ তদন্ত দাবি করে দায়ের হওয়া আবেদন খারিজ করল সুপ্রি কোর্ট। শুক্রবার, প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ শুক্রবার সেই আবেদন খারিজ করে দেয়।
গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে হোটেলের ঘরে দুর্ঘটনাবশত বাথটাবে ডুবে মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। মৃত্যুর প্রকৃত কারণ উন্মোচনে গত ৯ মার্চ দিল্লি হাইকোর্টে জনস্বার্থ আবেদন করেন জনৈক সুনীল সিংহ। উচ্চ আদালত তাঁর আবেদন গ্রহণ না করায় তিনি শীর্ষ আদালতে নিরপেক্ষ তদন্তের দাবিতে আর্জি জানিয়েছিলেন।