নয়াদিল্লি: সিবিআই-এর অন্তর্বর্তী প্রধান হিসেবে এম নাগেশ্বর রাও-এর নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলাকে খারিজ করল সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার, বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি বিনীত সরণের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, যেহেতু বর্তমানে স্থায়ী অধিকর্তা নিযুক্ত হয়েছেন, তাই আগে হওয়া অন্তর্বর্তী অধিকর্তার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি এখন 'নিষ্প্রয়োজন'। প্রসঙ্গত, ‘কমন কজ’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের দায়ের করা মামলার শুনানি চলছিল। এর আগে, গত ১ ফেব্রুয়ারির শুনানিতে শীর্ষ আদাললত অর্তর্বর্তী অধিকর্তা নিয়োগের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করে জানিয়েছিল, কেন্দ্রের উচিত যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পূর্ণ সময়ের প্রধান নিয়োগ করা।
সেই সময় সর্বোচ্চ আদালত আরও জানিয়েছিল, পূর্ণ সময়ের অধিকর্তা না থাকার ফলে সিবিআই-এর স্বাভাবিক কাজকর্ম ঠিকমতো হচ্ছে না। অফিসারদের মধ্যে অন্তঃকলহ ছড়িয়ে পড়ছে, যা একেবারেই অনভিপ্রেত। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছিল, পূর্বতন নিবিআই প্রধান অলোক কুমার ভার্মা যখন ২ দিনের জন্য স্বপদে ফিরে এসেছিলেন, তখন কোনও ‘ফাইল সরানো হয়েছে কি না’ তা খতিয়ে দেখতে পূর্ণমেয়াদের সিবিআই ডিরেক্টর জরুরি।
ওই রায়ের তিনদিন পর, ৪ ফেব্রুয়ারি, ঋষিকুমার শুক্লকে পূর্ণসময়ের জন্য সিবিআই অধিকর্তা হিসেবে নিয়োগ করা হয়।