নয়াদিল্লি: জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না বলে যে রায় দেওয়া হয়েছিল, তা থেকে ছাড় দেওয়া হল অরুণাচল প্রদেশ ও আন্দামান-নিকোবরকে। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দিয়েছে।
অরুণাচল ও আন্দামান-নিকোবর মদের দোকান সংক্রান্ত এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। অরুণাচলের আইনজীবী বলেন, রাজ্যের ৮০ শতাংশ অংশই জঙ্গলে ঘেরা। রাজ্যের মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৪৪১.৬১ কোটি টাকা। তার মধ্যে ২১০ কোটি টাকাই আসে মদ বিক্রি থেকে। গত ৩১ মার্চ সিকিম ও মেঘালয়কে এই রায়ের বাইরে রাখা হয়। তাই অরুণাচলকেও ছাড় দেওয়া উচিত। সেই আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। একইভাবে আন্দামান-নিকোবরের আর্জিও মেনে নেওয়া হয়েছে।
১ এপ্রিল থেকে দেশজুড়ে জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান নিষিদ্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সিকিম, মেঘালয় ও হিমাচল প্রদেশ এবং ২০ হাজারের কম জনববসতিযুক্ত অঞ্চলগুলিকে ছাড় দেওয়া হয়। অরুণাচল ও আন্দামান-নিকোবরের পাশাপাশি কেরল ও উত্তরাখণ্ডও ছাড়ের আবেদন জানিয়েছিল। তবে উত্তরাখণ্ডের আইনজীবী রাজস্ব ক্ষতির হিসেব দিতে পারেননি। কেরলের আইনজীবী বলেন, তিনি আবেদনে কিছু সংশোধন করতে চান। ফলে এই দুই রাজ্যের আবেদন নিয়ে কোনও রায় দেয়নি সুপ্রিম কোর্ট।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
হাইওয়ের ধারে মদের দোকানে নিষেধাজ্ঞায় ছাড় অরুণাচল, আন্দামান-নিকোবরকে
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jul 2017 09:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -