নয়াদিল্লি: তাজ মহলের রং বদলে যাওয়া নিয়ে উদ্বেগ সুপ্রিম কোর্টের। কেন্দ্রের সমালোচনাও করেছে বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ।
আগ্রার এই ঐতিহাসিক সৌধের শ্বেতশুভ্র রং হারিয়ে গিয়ে আগেই হলদে হয়েছে, আর এখন তা বাদামী, সবজে চেহারা নিচ্ছে বলে অভিমত জানিয়ে শীর্ষ আদালত বলেছে, কেন্দ্র আগে দেশ, বিদেশের বিশেষজ্ঞদের ডেকে এনে দেখিয়ে তাজমহলের ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখুক, সেই অনুসারে তার মহিমা পুনরুদ্ধারে পদক্ষেপ করুক।
বিচারপতিরা তিরস্কারের সুরে বলেন, জানি না, আপনাদের হাতে প্রযুক্তি, কৌশল আছে কিনা। যদিও বা থাকে, তাও তা ব্যবহার করছেন না। তা না হলে বলতে হয়, আপনারা কেয়ারই করেন না! তাজমহলকে চুলোয় পাঠানোর সিদ্ধান্ত না হয়ে থাকলে মনে হয়, ভারতের বাইরে থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসা দরকার। আপনারা ভারত, বাইরে থেকেও বিশেষজ্ঞদের আনতে পারেন।
বেঞ্চ এদিন পিটিশনার এম সি মেহতার পেশ করা তাজমহলের ছবি দেখে সরকারের প্রতিনিধিত্বকারী অতিরিক্ত সলিসিটর জেনারেল এ এন এস নাদকার্নিকে প্রশ্ন করে, তাজ মহলের রং বদলের কারণ কী।
নাদকার্নি আর্কিওলজিক্যাল সার্ভেকে দিয়ে তাজ মহলের পরিচালনা, দেখভাল করানো উচিত বলে বেঞ্চকে জানান।
৯ মার্চ পরবর্তী শুনানির দিন স্থির করে শীর্ষ আদালত।
পরিবেশবিদ মেহতা তাঁর পিটিশনে তাজ মহলকে দূষণ ছড়ানো গ্যাস ও আশপাশের জঙ্গল, গাছপালা কেটে সাফ করে দেওয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।
ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ স্থলের মর্যাদা পাওয়া ১৬৩১ সালে গঠিত এই মহান স্থাপত্যের রক্ষায় কী হচ্ছে না হচ্ছে, সেদিকে বেশ কিছুদিন ধরেই নজর রাখছে সুপ্রিম কোর্ট।