সারদাকাণ্ডে মনোরঞ্জনা সিংহের জামিন
Web Desk, ABP Ananda | 06 Feb 2017 11:44 AM (IST)
নয়াদিল্লি: সারদাকাণ্ডে ধৃত মনোরঞ্জনা সিংহর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ২০১৫ সালের ৭ অক্টোবর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহর প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনাকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বিরুদ্ধে সারদা কর্তা সুদীপ্ত সেনকে প্রতারণার অভিযোগ ছিল। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট থেকে ইডি, সিবিআই। বার বার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন মনোরঞ্জনা। সিবিআইয়ের দাবি, বিভিন্ন সময়ে তাঁর বয়ানে নানা অসঙ্গতিও মিলেছে। গ্রেফতার হওয়ার পর থেকে অসুস্থতার জন্য অধিকাংশ সময় হাসপাতালেই ছিলেন সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত মনোরঞ্জনা। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতে জামিন পেলেন তিনি।