ধর্ষিতাকে ২৪ সপ্তাহের ‘অস্বাভাবিক’ ভ্রুণ গর্ভপাতের স্বাধীনতা দিল সুপ্রিম কোর্ট
web desk, ABP Ananda | 25 Jul 2016 10:15 AM (IST)
নয়াদিল্লি: এক ধর্ষিতা মেয়েকে ২৪ সপ্তাহ বয়সের ভ্রুণ গর্ভপাতের মাধ্যমে নষ্ট করে ফেলার স্বাধীনতা দিল সুপ্রিম কোর্ট। গর্ভের ‘অস্বাভাবিক’ ভ্রুণটি নষ্ট না করা হলে তাঁর প্রাণ সংশয় হতে পারে বলে দাবি করেছিল মেয়েটি। এ ব্যাপারে মুম্বইয়ের এক হাসপাতালের গঠন করা মেডিকেল বোর্ডের রিপোর্ট খতিয়ে দেখেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশেই বোর্ডের ডাক্তাররা মেয়েটিকে পরীক্ষা করেন। সাত সদস্যের বোর্ডের রিপোর্টে মেয়েটির আশঙ্কা সঠিক হতে পারে বলে মত দেওয়া হয়েছে। বলা হয়েছে, মেয়েটির গর্ভ বহাল থাকলে তাঁর চরম শারীরিক, মানসিক বিপর্যয় হতে পারে। মেয়েটির গর্ভস্থ ভ্রুণের একাধিক অস্বাভাবিকতা আছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগির মতও নিয়েছে বিচারপতি জে এস কেহর ও বিচারপতি অরুণ মিশ্রকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালেতর বেঞ্চ।